তানকা  


   (১)      
জীবন-ব্যথা
থাক কাব্যতে গাঁথা
পাই বারতা;
কবিতা যার প্রাণ  
সে পাক সম্মান।
  
     (২)
ঐ নীলাকাশে
যেন শ্রীপ্রভু হাসে
মন রয় ত্রাসে;
সে কিগো দেবে দেখা!
কপোল অশ্রু মাখা।    
  
    (৩)
বৃদ্ধাঙ্গুষ্ঠ
হাতের সর্ব কনিষ্ঠ
সে-ই সর্ব শ্রেষ্ঠ;
মহানের মাথা নত
ফল দেয় অবিরত...