মানুষের ভালো মন্দের স্মৃতি-অয়ন    
যেন তার ব্যথা-ভার হাজার লক্ষ্ মণ
কাঁদায় আকুল অস্থির প্রাণ সারাক্ষণ...
যতই বোঝান হোক,বোঝেনা বায়বীয় মন।


স্মৃতি শুধু অতীতের মধু-কটু কলরব
একটু অবেলা হলেই ভিড় করে তারা সব
'ছাড়তেই হবে’ সবাই জানে এই মর্ত্য-ভব
ভালো থাকার আলো দেয় স্মৃতি অসম্ভব......


যিনি জগতের কাজে করেছিলেন মর্ত্যে অবতরণ
তাঁরও অবেলায় ছিল বৃন্দাবনের স্মৃতি রোমন্থন
পাননি তিনি আর অষ্টগোপী গাই বা গোবর্ধন
সুকর্মের জন্য ধরায় আসা,এযে ‘তাঁরই’নিয়ম।