প্রতিদিন সংসারে ছল-চাতুরীর খেলা
হোক অবসান, ভাসাও খুশীর ভেলা
ঢের তো হল বাসী ফুলে গাঁথা মালা
কে তা নিতে বাড়াবে-রে মন গলা?  


এ ভব-সমুদ্ররের নর-দেহ এক তরী
মাঝি ফেরেন রোজ‘প্রেম’ তরী ভরি
মানুষ-পুতুল তাঁর সুতোয় গড়াগড়ি
অবুঝ-মন ভাবেনা কোথায় কান্ডারী!


হৃদয়-খাঁচায় পরমাত্মার পূত পাখি
শুদ্ধ প্রেম চেয়ে করে ডাকাডাকি
ভঙ্গুর ভোলা মন শুধু দেয় ফাঁকি
নিত্য আত্মসুখ,’তাঁর’তরে কী রাখি?