পাতার নৌকো ভাসিয়ে দিলাম
বন্ধু এসো বেয়ে
আসলে নাতো একটি বারও
রইলাম পথ চেয়ে।


পদ্মা নদী পার হয়ে
এসো না গঙ্গায়!
তোমার আমার কথা হবে
নদীর মোহনায়।


ভূপের নিষেধ অনেক আছে
কে শোনে ওইসব?
কে বুঝবে দুটি বুকের
হাজার কলরব?


পাতার ডিঙি ভাসিয়ে দিয়ে
থাকি অপেক্ষায়
তোমার আমার মিনল হবে
হৃদয় বলে যায়।