বড়লোকরা বড় শুধু
আর কি ওদের আছে!
নীলাকাশ সূর্য তারা
দেয় কি ধরা কাছে?


বড়লোকরা বড় খালি
মনটা তো খুব ছোট
সব কিছুতেই পিছিয়ে ওরা
আট্টালিকায় আঁটোসাঁটো।


চলতে ওরা পারে নাকি
গটগটাগট চপ্পল পায়!
গাড়ি নিয়ে একলা ওরা
বোকার মতো দুনিয়া ধায়।


বেকুব হয়ে কুখাদ্য খায়
জানেনা সঠিক স্বাদ রান্নার
অনেক উঁচুতে থাকে বলে
সাথ দেয়না কেউ কান্নার।


পথ-বাসীই চির সুখী
মাথার উপর নীলআকাশ
ভিক্ষা মেগে দ্বারে দ্বারে
কুড়ায় ওপরআলার আশ্বাস।  


(কবিতাটির ভাবটা আগে বুঝবেন কবিবন্ধুরা। তারপর ইচ্ছে হলে মন্তব্য দিন।
কিছু ধনী একযোগে ইচ্ছে থাকলে পারেনা কিছু গরীবের দুঃখ ঘোচাতে? তাই,
ওদের চিরকালই থাকতে হবে আকাশের নিচে। সেটা মানিয়ে নেবে এই কথাগুলো
ভেবেই।  আর কথাগুলো কি মিথ্যে? যেটা গরীব পারে, কখনই ধনীরা তা পারেনা।
কে কত বড়লোক আমি জানিনা। তবে আমি বড়ই দরিদ্র। তাই মর্মটা খুব ভালো বুঝি)