(রাখীবন্ধন উৎসবে আসরের ভাই ও সবুজদের প্রতি)


একদিন সোনালী স্বপ্নের ভোরে পৌঁছে যেতে হবে
হয়তো পথটা দূর্গম......
ইন্সপিরেশান দেয় যদি সকলের এভার-গ্রিন মন।


দুরাশাকে মুছতে হবে অলস অকর্মন্য মন থেকে  
দেখতে হবে সু- স্বপ্নের আলো
চিন্তাকে ভুলতে হবে,যে মনটা করে এলোমেলো।


হতে হবে হুজুগের নয়, যুগের সাবলীল কবি
যে জাগাবে আধ- মরাকে
আশ্বাসের বানী শুনিয়ে প্রাণোচ্ছল করতে হবে ধরাকে।


সোনালী স্বপ্নের ভোর যদি না আসে,তবে নিতে হবে
তাকে যে ভাবেই হোক ছিনিয়ে
আমূল্য কিছু যায় যদি যাক, সেই সুদিনের বিনিময়ে।