দিনের বেলা এক চিলতে রোদ
এসে পড়ত আমার জীর্ণ বিছানায়,
ভাঙা ঘরের বেড়ার ফাঁক দিয়ে-  
চাঁদও মুচকে হাসত ঠিক পূর্ণিমায়।


কখনো দড়ির দোলায় কচিটা কেঁদে
উঠত গেছো ইঁদুরটার দুষ্টুমি দেখে,  
বর্ষায় ভাসতাম অথৈ জলের মাঝে
পৌষে হাসতাম মিঠে-তাপ গায়ে মেখে।


শরতের ব্যথাগুলো না হয় চাপা থাক-
গুণ্ঠিত- কুন্ঠিত বুকের পাঁজরের তলে,  
কি দেব?কি দেব?ভেবে কেঁদেছি কত
আজও সেই কথা শরতের শিউলি বলে।


যা ফেলে এসেছি; জানি তাকে আর-  
কোনদিন জীবনে ফিরে পাওয়া যায়না,
লোকে তো সুখকেই চায় বরাবর, আমি-
সেই দিনটাই চাই- তা-কি আর হয়না?