আচ্ছা, ‘তোমারা যে বলো
শুধু ভালোবাসা ভালোবাসা’
সে-কি আকাশ-গঙ্গায় মেশা?


তোমারা যে বলো সারাক্ষণ
‘প্রেম হল দূর্বার অমূল্য-ধন'  
তাতেও কি ভরে অতৃপ্ত মন?


কারা যেন আজও দেয় প্রাণ
বলে লোকে প্রেমের বলিদান
দুজন হারায় জাত কুল মান?


তোমরা যে বলো প্রেম স্বর্গীয়
কোথায় স্বর্গ! পারলে জানিও
প্রেমে পড়ে মরতে চাই আমিও।


তবে, পাইনা কোথাও তার কূল
অনুভবে বুঝি সে ফোটায় ফুল
চিত্ত মাঝে সে অষ্ফুট অকূল...    
হয়ে আছে ফলহীন কেবলই মুকুল।