ফুটপাতে চাঁদ ওঠে
ওটাও যে ফুটফুটে  
অন্ধ বলে পারিনিগো  
আনন্দ নিতে লুটে।  


বাগিচার থেকেও ফোটে  
বনে তরতাজা ফুল
পাথরেই ঝরে পড়ে
পায়না যে কোন কূল।


পাখির মতন ঠিক
সে-ও গায় গান
শুনে কেউ দেয় নাতো
তারে মান সম্মান!


হাসতে ওরাও পারে
প্রাণ খুলে এক আকাশ
কে ধরবে ক্যামেরায়
ফুলেল-হাসি একরাশ?  


মানবতা সাড়া যাদের
দেয়নি কোনদিন
তারা কি শুধবে বলো
মানব জনম ঋণ?


(আমরা সবাই একসাথে মিলে অনেক কিছু করতে পারি।
একা কেউ কোনদিন কারো কষ্ট লাঘব করতে পারেনা।)