উজান- জানি তুমি আর আসবেনা
নদীতে উজান আসে তাঁর কলোধ্বনী
উতলা উদাস করে বিরহির মুখের বানী।  
সেইযে রডডেনড্রন পাহাড়ী ফুলের গাছটা—
মে জুন মাসে কি সুন্দর ফুল ফুটত
আমাদের মাথায় টুপটাপ ঝরে পরত!
ওটাতো পাহাড়ের ধারে হয়,তুমি এনেছিলে
আমাকে সদাই খুশিতে ভরিয়ে রাখতে
ও এখনও ফুল ফোটায় আপন আনন্দতে।
উজান,রোজ মনে হয় তুমি আমার খোপায়
গুজে দিচ্ছ তোমার সুবাস ভরান ফুল
স্বপ্নীল মন বার বার করে শুধু ভুল।
যাবার বেলায় বলেছিলে মে জুনে আসবেই
চুলে রডডেনড্রন ফুল ভরিয়ে দিতে
কত কাল চলে গেল একলাই নিভৃতে।