এখনও তোমার অপেক্ষায় আছি দীর্ঘশ্বাস ফেলে
ঝরে যাওয়া পাতার মতো দিন কাটে অবহেলে।
তোমার নীল চোখ দুটো ছিল বড় উদাস করুণ
পলক ফেলায় জাগত ঊষা ভোরের নবারুন ।
সেই গায়ের গব্ধটা আজও লেগে আছে সর্বাঙ্গে
তুমিকি কিশোর! যুবক! পৌঢত্বের ছোঁয়া লেগেছে অঙ্গে?
তোমাকে চিঠি দিলাম অতীতের স্বপ্নের জাল বুনে
সেদিনের ঠিকানায় পাঠালাম যা আজও আছে মনে ।
একদিন দুজনেই ইতিহাস হব চিরাচরিত মৃত্যুর পরে
ভাবটা রেখে যেতে চাই নশ্বর দেহের অদৃশ্য অন্তরে।
যদি এমন হত দিলে সৌভাগ্যের দ্বারে আমরণ ধর্ণা
তবে নতুন করে করতাম তোমার প্রেমের সংবর্ধনা ।
আজ পৃথিবী নতূন করে যদি অতীতকে করত আমন্ত্রণ
তবে পুনরায় হত একটা পুরনো প্রেমের উদ্ভোধন ।
এক সময় এক পেয়েলা সুধা চেয়েছিলে হাতটি ধরে
আবার মিলন হলে, সেটাই পান করতে আকণ্ঠ ভরে!