“আমি কোথায় পাব তাঁরে
আমার মনের মানুষ যে রে
হারায়ে সেই মানুষে--–“
খুঁজে মরি আসে পাশে
আর ঘুরে ফিরি দেশে দেশে ।।  
আমি এক উদাস বাউল
ধরেছি প্রেম- তরুর মূল
তার কোথায় শুরু কোথায় যে শেষ
ভেবে ভেবে হই যে আকুল –
ভেবে ভেবে মরছি ঘুরে
আর খুঁজে খুঁজে মরছি ঘুরে ।।  
মনের মানুষ দিল সুবাস
করত সে এ হৃদয়ে বাস
আমার কর্মে সে যে গেল ছেড়ে
আজও ডাকি তাঁরে হৃদয় ভরে
দয়া করে মনের মানুষ দাওনা আমায় মানেরই হুঁশ।
দেবনা আর শুকতে তোমার প্রেম – তরুরই মুল
দেব ওই চরণে ত্যাগেরই ফুল
কথা দিলাম—তোমার প্রেমের চাইবনা কুল
তোমার প্রেমের চাইবনা কূল---- ।।