জানিতো , জন্ম নিলে মৃত্যু আসবেই একদিন
তোমাকে হারিয়ে সেই মৃত্যুই হয় আমার প্রতিদিন ।
আজ আমার বুক জেকোকাবাদের উষ্ণ ধুসর বালি
চেরাপুঞ্জির বৃষ্টি আনো, আমি তপ্ত বুকটা খুলি !
অনেক খুশির মাঝে তোমাকেই চায় হৃদয় খানি
সারা দিন গেয়ে চলি তোমার গাওয়া গান-ই।
“আমার পরানে যাহা চায় তুমি তাই গো—“  
নিরানন্দিত –তেও নাচে আমার সকল অঙ্গ ।  
তুমি হতে পারতো ওই সবুজ দিঘীর লাল পদ্মটি !
আমি ভ্রমর হয়ে আঁকড়াব তোমার মধু ভরা বুকটি।
তুমি হতে পারনা অনন্ত নীল গগনের মধুর চাঁদ!
আমি কলঙ্ক হবো, রটবেনা তবু তোমার অপবাদ।
তুমি একবার লাভবার্ড হয়ে সুনীল আকাশে এসো
জন্ম জন্মের তৃষা মিটিয়ে, বিরহী হিয়ায় মেশ ।