ভালোবেসে শুধু চাঁদের আলোতে পাগল
না হয়ে, তীব্র রক্তিম কিরণেও হাত ধরো
চাঁদ শুধু ইমোশান যোগায়,বাস্তব ফিরে
দেখেনা, সেটা অসমতল যে বড়ো !
ভালবেসে আবেগের চোরাবালীতে পা
ফসকে পড়ে যেওনা যেন কখনও তুমি  
ভালোবাসায় কাদাই বেশী,চলার সময়
মনটা করো সাহারার শুষ্ক মরুভূমি ।
পাহাড়কে নিয়ে শুধু কাব্যতে মেতনা
ট্রেকিং করার মতো চেষ্টা করে ওঠো
পাহাড়ের চূড়ায় জয়ের মালা পরিয়ে  
জেহাদের আনন্দে প্রেম–ফূল হ’য়ে ফোটো।
ভালোবেসে গান পাখি হও,যদি দিতে পার
কারও পাথর বূকে হাসি খুশীর কলতান
আজ মানুষ নীরস রুক্ষ,ভাঙা মৃত বূকে
দিয়ে যাও অবিরত মধু- চন্দ্রিমার প্রাণ  ।