পরিযায়ী মন হারায় যখন তখন
কখনও মাটিতে নয়তো উর্দ্ধে শূন্যে
সংসারে শুধু ভুল সাপ-লুডো খেলা
বিশ্রাম চায় মন নিরালায় বা অরণ্যে।
পরিযায়ী মন ভাবায় কখনও মধু ক্ষণ
সেইযে সেই কিছুনা বোঝার বেলাটা !
যা খুশি করো-বলো-খেলো চিন্তা বিহীন
আনন্দ হুল্লোড়ে ভরা বালিকা-মাথাটা।
পরিযায়ী মন ডানা মেলে ওড়ে কখন
আর এক—টু ভালোবাসা পাওয়ার জন্য
তা কোথায়? যন্ত্র হৃদয় যেচে চাওয়া
কিছুই বোঝেনা যারা অতীব অবুঝ বন্য।
পরিযায়ী মন লাট্টুর মতো ঘোরে বনবন
খুঁজে নিতে চায় আর এক—টু আলোকে
পৃথিবী কঠিন,বলে“সবাই আলো চাইলে কে-  
আর ভালোবাসবে আঁধার রাতের কালোকে!”
পরিযায়ী মন শেষ বসন্তে চায় প্রেম ধন
চেয়ে চেয়ে সারা হল অপেক্ষায় দিন গোনা
এসেছে যাবার সময় যেতে হবে তাঁর কাছে
ছিল যার সাথে চিরকাল আনাগোনা ।