“কোথায় পাব তারে”র প্রশ্নটাকে চাই
শিকলে বেঁধে আড়ালে সরিয়ে রাখতে
কাকে চাই!বলতে পারিনা আলাদা করে
পেলে পারব কি তাঁকে আরও ভালবাসতে?
“কোথায় পাব তাঁরে”! সে কোন জন?
সে কি রক্ত মাংস শিরা মজ্জার মানুষ?
কেঁদে কেঁদে খুঁজলাম,সে তো আর এলোনা!  
হৃদ-আকাশে কত ওড়ালাম কল্পণার-ফানুস।
লোকে বলে‘পোড়া মন’; আসলে সেই প্রেম-
আশা ভরা বায়বীয় মনটা একদমই পোড়া?
না-কি“কোথায় পাব তাঁরে”র আশা বুকে নিয়ে  
অবোধের মতো আঁকাবাঁকা বন্ধুর পথে ঘোরা!
সকলেরই একটা চাওয়া রয়ে যায় গোপনে
আমিও সূক্ষ্ম চাওয়াটাকে রাখব মনের মুকুরে
স্বপ্নও তো কখনো কখনো সত্যি হয়ে যায়!
যদি তাঁকে পাই রাতের স্বপ্নে,না-হোক দুপুরে!