প্রাণ বলে আয় মন
দুজনে হারাই
মন বলে একখানে
বাসা মোর নাই।


হৃদ বলে আয় মন
কবিতা লিখি
মন বলে আগে আমি
স্থিরতা শিখি।


প্রাণ বলে ওরে মন
বল হরিবোল
মন বলে চিরকাল
ভোগ মোর সম্বল।


হৃদ বলে শোন মন
একখানে বোস
মন বলে কভু খুশি
কভু মোর রোষ  


প্রাণ বলে পোড়া মন
তুই হৃদে থাক
সদা চঞ্চলতা তোর
চিরতরে ঘুচে যাক।  


(মন বায়বীয় চঞ্চল। প্রাণ আর হৃদয় এক অভিন্ন। তারা সদাই স্থির এবং পবিত্র)