(৩৫০তম কবিতা আমার আরও দু-আড়াই মাস
আগে সম্পূর্ণ হত । কারণ, আমি কবিতায় অনেকবার
অনুপস্থিত থেকেছি। তাই এটা বাহাদুরির কিছু নয়। আর
এখানে যত কবিতা দেওয়া আছে, সবই নতুন, আটটি কবিতা ছাড়া)
  



একদিন ফুল হতে চেয়েছিলাম
তোমার বুকের ফুলদানীতে
নিজের কর্মে, গীত-সুধা নীরসে  
সে ডালী পারিনি আর ভরাতে।


সৌরভ মধু চেয়েছিলাম, নিশীথ
বিরহের একাকী নিঃসঙ্গ রজনীতে
ফুল ফুটেছিল, চাঁদ তারা উঠেছিল
পারিনি ওদের স্বাগত জানিয়ে নিতে


তবু,পীলসুজ হয়ে তোমার দীপটা
জ্বালিয়ে রেখেছি আজও এই শীরে
জানি মরু মর্মাহত জীবনে একদিন
করুণাধারা নামবেই ধীরে ধীরে।


তোমার অভিন্ন মনে আমার স্থান
আশা বলে, ‘সামান্য হলেও আছে’
প্রশ্ন একটাই রইল গো, আমাকে-
আজও কি তোমার মনে আছে?