নব বর্ষায় তোমায় দিলাম
প্রথম ফোটা কদম ফুলটি
ভরাও ব্যাকুল উদাস মনটি।


সেদিন নীল রুক্ষ আকাশ
দিয়েছিল বর্ষার বার্তা খানি
আজ শোনাচ্ছে মল্লার-ধ্বনি।  


ঘন ঘন মেঘ গর্জন আর
বিদ্যুতের আগুন ঝলকানি
ভয়ে কাকে আর বুকে টানি?


এমন বাদল দিনে প্রিয়
ভিগি ভিগি মিঠে রাতে
বলো,মিলব কার সাথে?


তোমার রোপণের সেই যে
হলদে কদম ফুলের গাছটি!
রাখি ওর গায়ে বিরহী হাতটি।


আজ ফুটেছে অনেক কদম
হলদে সাদায় ভরিয়েছে মন
তুমি-হীন,বহে বাদল-পবন।