"ক্ষমা, ত্যগ বড় ধর্ম
তাই অবতার পৃথিবীতে এসে
মাথায় পরেন কাঁটার বর্ম।  


"ভালোবাসো  ভালোবাসো
ভালোবেসে হেসে হেসে
অন্ধ কারার মাঝে আনন্দে বসো।  


"মাফ করো, মাফ করো"
পদে পদে পরাজয় নিয়ে
বন্ধুর দ্বারা, শত্রুর কাছে ধরা পড়ো।  


"ঈশ্বর তুমি, ঈশ্বর সবাই,ঈশ্বর মহান
তিনি সর্বত্র বিরাজমান"
সবে ঈশ্বর দেখে ক্রুশ হল তাঁর প্রতিদান।  


(ভালোবাসার আদালতে সর্বজীবে প্রেমী হলেন
দাগী আসামী। অনেক ক্ষেত্রে আমারও আজ তাই মনে হয় বন্ধু)