আমি মুক্তোর মতো একটা ঝকঝকে  
ঝিনুক রেখেছিলাম তোমার জন্য
সেই মহেঞ্জোদারোর সময় থেকে।
যুগের পর যুগ অতিবাহিত...
তুমি খুঁজে নিতে পারনি আজও।
অনেক হেমন্ত চলে গেছে, এক এক
করে শত শত শরৎকে ফেলে।
বসন্ত বাঁকা চোখে তাকিয়ে তাচ্ছিল্লের
হাসি হেসে বিদায় নিয়েছে কতবার...
প্রতি যুগেই বিচ্ছেদ কাঁদিয়ে গেছে-
এক রান্তা মাখান প্রেমপত্র ফেলে।
তুমি রহস্যের কিছুই বোঝনি...
জান কি! প্রেমের পরিকাঠামো-টা
মন-আত্মার আইকনের রঙ দিয়ে গড়া!
আজো এক তোড়া তাজা লাল গোলাপ
নিয়ে বসে আছি তোমারই প্রতীক্ষায়;
জ্ঞান-চক্ষু বিকশিত হোক তোমার...
যুগান্তরের প্রেম নেবার হৃদয় তৈরি
হোক তোমার...
প্রত্যাশায় রইলাম.........