আজ প্রত্যূষে জেগে উঠে দেখি
অরুণ-লালে লাল নীল আকাশ
এসেছে বুঝি মেঘের পূর্বাভাষ!


আজ প্রত্যূষে পাখীর কাকলী যেন
মধুর চেয়েও কানে বাজে সুমধুর
একি চির প্রচলিত পুরাতন সুর?


আজ প্রত্যূষে বেজে চলেছে সর্বাঙ্গে
কার গো মল্লার রাগের বাঁশি?
অলক্ষ্যে কে দেখায় অমৃত হাসি?  


আজ প্রত্যূষে পুষ্পের ঘ্রাণ যেন
করেছে আকুল মন প্রাণ ইন্দ্রিয়
ওহো!মৃদুমন্দ বৃষ্টি ভরিয়ে দিও।