কাছে এলে ঠোকাঠুকি
দূরে গেলে বিরহ
বন্ধু, হেন প্রেম-,রে
তুমি কি কহ?      


প্রিয়তম দূরে গেলে
প্রিয়ার আড়ালে অশ্রুপাত
বন্ধু, তুমি কি শিখেছ  
এমন প্রেমের ধারাপাত?    


এক-এ, এক-এ দুই হয়
দুই-এ, দুই-এ তিন  
ভারী গোলমেলে প্রেম  
তবু বুকে বাজে প্রেম-বীণ।