ভালো থেকো মন থেকে এটাই শুধু চাই
বিদায় চাইলেও জানি, বিদায় এখন নাই।  


ভালো তুমি আমারও চাও,তবু ভালো নেই  
তোমার জন্য দুর্ভাবনা প্রতি পদে পদেই।


দেখো, পশু কেমন গা চেটে দেয় আপন সন্তানের
অযথা চিন্তা, মনের গ্লানি, জেনো প্রতি আপনের।


দল ছাড়া পাখি যেমন আনমনে বসে থাকে ডালে
তুমি বিনা আমিও আনমনা প্রতি পলে পলে---


ভাগ্যের দৌড় কতদূর আর কে-ই বা আমরা জানি!
স্বর্গ সভায় তবু মেলতে চাই প্রেমের কাব্য খানি।