জগৎবাসী আপন তোমার
আমিই শুধু পর!
তোমার নামটি আমার বুকে
সদাই ভাস্বর।


সবাই তোমায় কর্মে ডাকে
সমাজ ভালোবাস
তারই সাথে আমায় চেয়ে  
একটু খানি হাসো।


আজ সমাজের বড় ব্যাধি
সবখানে ভাইরাস
নিজের কুশলতায় কভু
থেকনা উদাস।  


মরণ ব্যাধি ছাড়বে কবে
জানেন কি ঈশ্বর?
সুস্থ সবল হয়ে নাহয়
গড়বো নতুন ঘর।


সেই আশাতেই চেয়ে আছে
রাতজাগা দুই আঁখি
এখন তুমি সমাজ দেখ
প্রেমটা তুলে রাখি।


(এক ডাক্তারের স্ত্রীর সাথে কথা বলছিলাম।
ওদের বিয়ে হয়েছে ছ'মাস। ও স্বামীর সান্নিধ্য
পায়না বলে বিরহের কথা জানাচ্ছিল)