নয়ন হেঁটে চলে দিগন্তের মাঠে,  
মন বাউল গায় উদাসী হাওয়ায়।
সুরহীন গলে কে যেন গান গাওয়ায়
ইচ্ছে-ছিপ পড়ে ওই পানা পুকুর ঘাটে,
রামধনু-হৃদ মাঝে দিঘীর কমল ফোটে,
কেউ খোঁজ রাখেনা পাওয়া না পাওয়ায়।
ফেলে আসা লিখি বসে বুকের দাওয়ায়  
নীরবে নিরালায় কাব্যতে দিন কাটে।


এমনই হেসে ভেসে চলে সুখ দিন
কখনো হয়না মনে কে আছে আমার
কারো প্রতি নেই আজও কোন অবিশ্বাস
সময় বয়ে যায় বাজিয়ে অলস বীণ
আঁধারে নেই বসে আলোক খুলেছে দ্বার
তাঁর দেখা পাবোই আত্মা দেয় আশ্বাস।  



(সনেট নিয়ে মাননীয় কবি-আলোচকরা আগে
অনেক আলোচনা কয়েছেন। অতি নগণ্য জ্ঞানে,  
আজ ভিন্ন ধর্মীয় সনেট দিলাম।
সনেটের প্রকার ভেদ।
(১) পেত্রার্কীয় সনেট
(২) সেক্সপীয়রীয় সনেট
(৩) ফরাসী সনেট
বর্তমানে স্পেনসারের সনেটও আকর্ষণীয়।  
পেত্রার্কীয় সনেটের নিয়ম—অষ্টক  হবে, ABBA/ ABBA
আর ষটক হবে-CDE/ CDE    
এখানে আজ পেত্রার্কীয় সনেট লিখলাম। আগামী দিন সেক্সপীয়রীয় সনেট লিখব)