পৃথিবী একটা খেলার বল
তোমরা যে যেমন খুশি খেলতে পারো ওকে নিয়ে,    
আমি তাই রোজ ওকে হাত দিয়ে
ছুঁড়ে মারতে যাই জালের খাঁচায়।
সেই বলের উপর উন্মুক্ত মাঠ
আমি ওই মাঠে দাঁড়িয়ে দুহাত তুলে
রোজ বলি, "ওহে পৃথিবী, সব প্রতিযোগিতায়
তুমি গো-হারা হেরেছ ; এক সূতোয় বাঁধতে
পেরেছ কি তোমার অবাদ্ধ বাচ্চাদের? "
পৃথিবী নির্বিকার।  


বলের মধ্যে খাঁজে খাঁজে নদী নালা---
আমি সেখানে এক বুক নেমে চিতকার করে বলি
" ওহে নীলগ্রহের জল,  ভাসিয়ে দিতে পারো সারা
জামানার দুঃখকে? " পৃথিবী নিঃশ্চুপ।    


নীল বলের উপর সারি সারি গাছ
আমি তার তলে দাঁড়িয়ে গান ধরি--- "ঝড় তোল
ঝড়/  উড়িয়ে নিয়ে চলো বুর্জোয়া শয়তানদের / নিঃশেষ করে দাও ডায়নোসরের মতো উঁচু উঁচু
প্রাসাদ গুলোকে------"    
পৃথিবী তবুও নীরব।