একটা জীবন সকাল দুপুর সন্ধ্যা রাতেই
শেষ হয়ে যায়না,  
মন তো বায়বীয় চঞ্চল
মেটেনা তার বাহানা।


কল্পনার শত তারাদের ভিড়ে লুকান
এক আবেগী জীবন,
আকাশগঙ্গায় মিলতে চায়
পায়না খুঁজে সেই ক্ষণ।  


উপবাসী বুক অবকাশ চায় মিলে যেতে
পরকীয় সত্ত্বার সাথে,  
প্রতিদিনের একঘেয়ে সুর কাঁদে
ঋক্ষ চন্দ্রিমার রাতে।


ফেলে আসা খাতার ভাঁজ ডেকে যায়
নিত্য নিদ্রাহীন যামিনীতে,
নিষেধ নিষিদ্ধতা কিছু নেই
তবু বাঁধা পদযুগল ধরনীর ধূলিতে।


(ঋক্ষ- সপ্তর্সীমন্ডল বা নক্ষত্র,
আকাশগঙ্গা- ছায়াপথ, সূর্য বিরাজ করেন)