নীল আকাশের তারা
ভেবে ভেবে সারা
কখন হবে ভোর?
কখন ঘরের বধূ
মুখটি করে মধু
খুলবে গৃহের দোর।


দিঘির স্বচ্ছ জল
আনন্দে টলমল
খুলবে কলি কমল;
নাইতে আসবে লোক
হবে যোগাযোগ
শিহরিত হবে দিঘি জল।  


তরুর ডালে পাখি
করবে ডাকাডাকি
খুলবে শিশু চোখ
পিঠেতে ব্যাগ নিয়ে
চলার গান গেয়ে
ভুলবে সকল শোক।


খেলার মাঠ খানি
শোনায় বিরহ বাণী
নেই সেখানে ছেলে
নেই তো ডাকাডাকি
নেই কাদা মাখামাখি
সবাই বসেছে নেট খুলে।


ও-ই এলো প্রভাত
কাটল নিশি রাত
শুরু গতানুগতিক কাজ
প্রকৃতি কেন তবে
দেয়না এই ভবে
আনন্দ সুখ- রাজ?