তখন তুমি যুবক ছিলে
আমি ছিলাম বৃদ্ধ
শরীর ছিল কমজোরি
মন ছিল সমৃদ্ধ।


তোমার গান শুনে শুনে
উঠল হৃদে ঢেউ
মনো-প্রেমের ছাড় আছে যে  
জানল নাতো কেউ।


বিভোর হয়ে শুনতাম আমি
তোমার মধুর গান
বুকের মাঝে রইল লেখা
একটি ছেলের নাম।


চিনতে সেদিন পারোনি গো
হাজার শ্রোতার ভিড়ে
এই জনমে আসলে তুমি
আমার মনের নীড়ে।


এখন তুমি বড়ই প্রবীণ
আমি কুড়ির কাছে
পুর্ব প্রেম আজ কি তবে  
তোমায় জাগিয়েছে?