মন রূপের মাধুরী দিয়ে
কস্তুরী-মৃগ  গন্ধ নিয়ে...  
হৃদয় দিলে যে তুমি ছুঁয়ে।


শতদল হয়ে ঝিলে ফুটলে
অকারণে হৃদে দোলা দিলে
কেনই বা আড়ালে লুকালে!


সাঁঝের মালতী হয়ে বনে
সরলে কেন এক কোণে!
খুঁজে বেড়াই মনে মনে।


হাতের চুড়ির রিনিঝিনি
শুনিয়ে,বুকে শেল দিলে তুমি
একা কাঁদি এসো গো মরমী।


কপোল যেন রাঙা গোলাপ
স্বপনে রোজই হয় প্রলাপ
মরুতে যেন করি বিলাপ।


নিজেকে ভাবো তুমি ধর্ষিতা
আমি দেব তোমায় নব মধুরতা    
এসো আমার সুন্দরী সুচরিতা।  


(একটি করুণ রেপ-কাহিনী শুনলাম।
তারই পরিপ্রেক্ষিতে লেখা এই কবিতাটি)