অমর্ত্যের কেউ কেউ মর্ত্যে নেমে আসে
কখনও স্বর্গের খেলা খেলতে
সাত রঙা রঙধনুর রঙ ছেটাতে জগতে।  


তরুণ হয়ে বেঁচে ওঠে সত্য আর সুন্দর
ভিজিয়ে দেয় শুষ্ক অলিন্দ
মন মেতে ওঠে, "আহা কী আনন্দ--!"


প্রাপ্তির দানি শূন্য হামেশাই, প্রায় সকলের
অপ্রাপ্তির দানি সবার পূর্ণ
অপেক্ষা থাকে ভোরের,অমানিশা হয় চূর্ণ।


স্মৃতির পাতায় খুঁজে নেওয়া পুরনো মুখ
অবগুণ্ঠন তলেও হাসে
ধূলি লিপ্ত জীবন নব মহিমায় ফাঁসে---