রাত মানে ঘুমিয়ে অলীক স্বপ্ন দেখার আশা
তার সাথে সেই যে ‘তার’ উষ্ণ ভালোবাসা।


রাত মানে স্মৃতিরা সব মাথায় ভিড় করে
কখনো হাসি-মিষ্টি- ব্যথায় একটু বুক ভরে।


রাত মানে শিশু –শ্রমিকের চোখ ঢুলু ঢুলু
একটু শব্দ শুনলে পরেই ডাকতে থাকে ভুলু।


রাত মানে সেই সময়...শুধু জ্বলে নীল আলো
সারাদিনের থেকে ‘তাকে’ দেখতে লাগে ভালো।


রাত মানে একদিন ছিল শুধু গল্প শোনা...
সেই ক্ষণটি রাতে আর কোনদিন আসবেনা।


রাত মানে ভাস্কর- হীন ঠিক বারো ঘণ্টা
'সে' যে উঠে যাবে চলে উঁচাটান হয় মনটা।


আর,বর্ষার রাত মানে!‘চলে যেওনা প্রিয়তমো
আমাদের প্রেমটি আজ হোকনা আরও ঘনো’।