রাত নিঝুম
আঁখি নির্ঘুম  
চাঁদ দেয় তাঁরে চুম।


হঠাৎ কড় কড়
ওই এল ঝড়
বালার বুক ধধড়ফড়।


কে ডাকে বকুল তলে?  
ভেজে কে বৃষ্টির জলে
বাঁশি বাজে কদম ডালে।


ক্রন্দসী সুযৌবনা নারী  
সারা রাত একা পথচারী
রাধা নামের এক সুন্দরী।


(আজকের ৯৯৯ তম কবিতা টি আসরের বরেণ্য
কবি অসীত কুমার রায় (রক্তিম) কবি বন্ধুকে
উৎসর্গ করলাম)