রাত্রি যখন ডাক দিয়ে যায়
'সোনার মেয়ে কই'?
ঘুম কাতুরে চক্ষু মেলে
বুকটি নিজে ছুঁই।


রাত্রি যখন ডাক দিয়ে যায়
ঝিঁঝি পেঁচার সাথে
আনন্দ এক উৎসবে তে
মনটা ওঠে মেতে।


রাত্রি যখন ডাক দিয়ে যায়
দরবারীর করুণ সুরে
মোহন বাঁশি বাজায় কে যে
কদম তলার দূরে।


রাত্রি যখন ডাকে আমায়
সোনার মেয়ে বলে
এক নিমিষে পৌঁছে যাই
তার কাছে হাত মেলে।


চন্দ্রিমা চাঁদ প্রিয় নিয়ে
চলে হাসির খেলা
ভাল্লাগে না, কেন আসে
নিঠুর সকাল বেলা!


প্রভাত এলেই কর্ম জীবন
খুঁনসুটি সব খেলা
বালির চরে ঘরটি বেঁধে  
অপ্রিয়কর মেলা।