মাঠের সবুজ  ঘাসগুলো তীব্র রোদে সাঁতার কাটতে কাটতে
কেমন বিবর্ণ হলুদ হয়ে যাচ্ছে যেন
চেনা লোককে দেখলেও মনে হয় কে যেন লোকটা?
গোল চাঁদটাকে দেখে মনে হয় অবসাদ গ্রস্ত ,অপেক্ষিত...  
রূপোলী আলোটাও তাঁর ঝিমান, মানুষের কায়দায় সে-ও
স্মাইল মারছে অনিচ্ছায় চক্ষুলজ্জার খাতিরে...


ফরচুনের তারে ঝুলতে ঝুলতে মানুষরা ক্রমাগত খোলস পাল্টাচ্ছে;  
রক্ত-শোষক অক্টোপাসদের মারার জন্য দীর্ঘ মেয়াদি
অপরিসীম চেষ্টা করে যাচ্ছে কিছু লোক মাইকের সামনে...    
নতুন দিনের আশা; নিরাশারই নামান্তর...
টিনেজ থেকে যুবক পৌঢ় সবাই হাঁ করে বসে আছে লেকে...  
পরকীয়া সেরে যদি গার্লফ্রেন্ড ফিরে আসে, তারই প্রতীক্ষায়।