(এই আক্ষেপ আমার নয়,।একটা ঘটনা শুনে
অনেক ব্যাস্ততায়ও কবিতাটি লিখলাম )  


স্বপ্ন তো কত দেখলাম
পূর্ণ হল কোনটা??
রঙিন চাদরে নিজেকে জড়িয়ে
চঞ্চল হল মনটা।


দুঃখতো নিত্য দিনরাতের সাথী
কে মোছাল অশ্রু?
কত জনের চোখ মোছালাম  
নিজে থাকলাম সেই স্ব-শ্রু।


বিবেক এসে হানাদারি করে
শুধু লোকের জন্য
পাগলকে সজ্ঞানে আনতে
নিজেই হলাম বন্য।


কত আশার ইমারত হল তৈরি
ভাঙল দুর্ভাগ্য-কম্পনে
পুনরায় ভেঙে পড়ার ভয়ে
কাটল জীবন সন্তর্পণে।


জীবন ক্ষণিকের বা মৃত্যুলোকের
কালের অধীনে বাস
তবে বারবার কেন জগতে আসা
দুঃখ পেতে একরাশ??