একলা হতে চাইছে সময়
তাইতো এল স্মৃতির রোমন্থন
সময় খালি মাপে কমতে থাকে
দেখেনা  কখনো ব্যাস্ত মন!  
স্মৃতির পথে হাঁটতে থাকি
যখন বর্তমানটা ভাবায় খুব
চুপটি করে আড়াল খুঁজে
দি ছোট্ট মেয়েটার সঙ্গে ডুব।
আম কাঠাল লিচু তেঁতুল বনে
কত নাচ গান নাটকের খেলা
রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত-দের
আবৃত্তি! না-কি কবিতার খেলা।
চিন্তা তো মনে এক ফোটা নেই  
সবাই তো শুধু আদরের লোক
বায়না আর বায়না খালি, নেই
বৃথা চিন্তা, এক ফোটাও শোক।
আজ ওরা সব কোথায় হারাল-
সে-ই মনের মতো মানুষ গুলো!
ঘড়ির কাঁটা ঘুরে গেল বন বন
তারা কালের অতলে চলে গেল।
আজ সময়ের নিঠুর লোকটা বলে-
‘সময় কাটাও স্মৃতি অতীত ভেবে
জীবন ভরা দূখের মাঝে ‘আতীত’
একটু আনন্দ খুঁজে দেবেই দেবে ।