দিন কাটেনা রবির আলোয়
কাটেনা সময় কাব্য লিখে
কিজানি কেমন আছি আজ
খুব সুখে!না সখের দুঃখে!


সখের দুঃখ অনেক আছে
নাইবা লিখি কাব্য মাঝে
ফেলে আসা দিনকে ভেবে  
চোখদুটি রোজ জলে ভেজে।


গ্রীষ্ম কেটে বর্ষা আসে
শরত দেয় শিউলি আলো
হেমন্ত উদাস করে তোলে
বসন্ত মোছে মনের কালো।


গোধূলি যায় পুরবী মেখে
সন্ধ্যা কাটে শিল্প, শাঁখে
জাগরণে নিশি-দরবারী গাই
চাঁদ তারা ঝিঁঝিঁর ডাকে।


প্রতি দন্ড বিদায় জানায়
বলে, ‘আর আসবনা ফিরে  
সময় কাটাও চেতনা নিয়ে
শান্ত সম-মনের মন্দিরে’।