আমিও অনেক পথ হেঁটেছি
প্রেমকে এক কোরব বলে,  
ধর্ম শুধু মনের ভেদ,ঈশ্বরকে
পাবার পথ, ওরা বোঝেনা...
আমাকে দিতে চায় কবরে ঠেলে।
বহু দিনের প্রেমকে রেখেছিলেম
অনেক যত্ন করে হৃদয়ের ভেজ-এ  
সাজিয়ে,বলেছিলাম তাজা রেখো,
ওরা মুর্খ; বুঝলনা,হল মারমুখো।
আজও বলতে চাই...ওরে অধম
সব ধর্মই তাঁকে পাবার নানা পথ  
যে আল্লাহ্‌ সেইত রাম বা গড...  
কেউ বোঝেনা প্রেমের স্বর্গ একটাই  
সব ধর্মই তাঁকে পাবার নানা পথ    
কে বুঝল! তাইতো তিনি পেলেন
ক্রুশ, আর মাথায় বিশ্ব-প্রেমের রড।