সুখতারা যে নিচ্ছে বিদায়
ডাকে সন্ধ্যা তারা
একে একে দিচ্ছে বিদায়
আপন ছিল যারা!  
ডেকে ডেকেই সারা হলাম  
দিলনা "সে" সাড়া
জানি জানি সমন কাছেই
ছাড়তে হবে ধরা।
কেন জানো ভবে আসা!
কেন ভালোবাসা?
কেন মিছে ঘর বাঁধা!  
কেন বুকে আশা?
এই জগতের পান্থশালায়
সবাই যাযাবর
কেউ পায় মাথা গোঁজার ঠাঁই
কেউ পায়না ঘর।
সন্ধ্যাতারা হাতছানি দেয়
আঁধার হয় যে ভোর
যাব যাব তোমার কাছেই  
খুলে রাখো দোর।


(আজ এক প্রিয়জন দুঃখ করে বলছিলেন,
তাঁর ফেলে আসা জীবনের কথা। তিনি খুব বৃদ্ধ।সব ইন্দ্রিয় এই মুহূর্তে অচল)