হায় মরণ! তুমি একটু আমার কাছে এসো
আমার শিয়রে একটুখানি সময় নিয়ে বোস।  
কত খেলা খেলে গেলাম সুখদুঃখের সংসারে
আর কতদিন রাখবে আমায় এই বাঁধন ডোরে?
হয়তো তুমি বলবে আমায় ‘হয়নি এখন সময়’
এখানে তো'একটু ভালো' আর সবই আঁধারময়।
না নাও আমায়,বোস নাগো নিদ্রাহীনের কাছে
সবই তোমায় বোলব আমি  জমান যা আছে।
শুকতারা হয়ে নেচেছিলাম সেই সুদূরের পাড়ে
আজ সন্ধ্যাতারার ডাক যে শুনি গহীন অন্তরে।