সখী কে যায় গহীন বন মাঝ দিয়া!
কে বাজিয়ে যায় মর্মর মধু বাঁশি!
থর থর কাঁপে যেন আমার এ হিয়া
মন মলিন রে তবু মুখে ফোটে হাসি।
আমার হৃদয় তাঁরে কেবলই চায়
প্রাণ মোর ধরে যেন থেকেও নাই
কালো রঙ যেথা দেখি সেথা মন ধায়
ওরে সখী বলে দে-রে কোথায় কানাই?


যার শ্যামলিমা রুপে ত্রিভুবন ধন্য
যার সুমুধা হাসিতে জগৎ অসাড়
তাঁর পছন্দ শুধু বনময় অরণ্য
সে দেখা দিলেই হবে নব অভিসার।
প্রাণ যে গুমরি গুমরি সদাই কাঁদে
কে বোঝে ভরা শ্রাবণে কি চায় শ্রীরাধে?  



(সেক্সপীয়রীয় সনেটের নিয়ম- সনেট সব সময়ই
১৪টি শব্দ আর ১৪টি লাইনে হয়, সবাই জনেন।
রুলটা শুধু লিখলাম— ক/খ/ক/খ/
গ/ঘ/গ/ঘ এটা হবে অষ্টকে। আর
ষটকে হবে—ঙ/চ/ঙ/চ/ছ/ছ ।।
ইংরাজিতে অষ্টক- A/B/ A/B/C/D/C/D
ষটক- E/F/E/F/G/G )