সতীর্থ ছিল শিক্ষকের একদিন ওরা,  
সংমিশ্রিত হল কি করে দুটি মনে
সংলাপ ছিল ইশারায় কটি কথা  
সংবর্ধনায় দুটি প্রাণ মিলল এক প্রাণে।  


সংলিপ্ত হৃদয় দুটি শুধু মাত্র চেয়েছিল
সংবাদ হোক প্রেম চির শুভপরিণয়ে
সংকলিত স্বল্প ভাষ্যে আনন্দ গান হল  
সংকেত পেলনা কেউ মৃত্যু যে দাঁড়িয়ে।


সঙ্গবদ্ধ চারটি বাহু জড়ান উভয়কে  
সংবেদন খুশির চক্ষু চেয়ে দুজনার দিকে
সঞ্জীবনী শক্তি দিলনা বাঁচতে দুজনকে
শঙ্কা্র ভূকম্পের ইট কবর দিল ওদেরকে।