সারাটি রাত চেয়ে থাকি
আকাশ কুসুম ভাবি
প্রতি ক্ষণেই ভাসে চোখে
তোমার অপরূপ ছবি।


সারা অম্বর তারায় ভরা
তারই মাঝে চাঁদ
ঝিঁঝিঁর ডাক মিটিয়ে দেয়  
দুঃখ আর বিষাদ।


কখনও আকাশ মেঘে ভরে
শ্রাবণ ধারা নামে
নিঁদ আসেনা রুক্ষ চোখে
অশ্রুও না জমে।


আশায় আশায় বসে থাকি
ঘড়ির দিকে চেয়ে
ওই বুঝি ভোর হল গো
তুমি এলে গান গেয়ে।


তোমার পরশ পেলেই আমার
অসুখ যাবে ঘুচে  
দুখীর চোখের অদৃশ্য ধারা
তুমিই দেবে মুছে।