(রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্য গ্রন্থের "জনারণ্য" সনেট কবিতা অবল্মবনে আমার নিবেদন।
সনেটের ভাগ aa/ bb/ cc/ dd
ee/ ff/ gg)


জানিনা কি কারণে এই ভুবনে আসা
জানিনা কিসের তরে এত ভালোবাসা!
আজ যে জন্ম নিল সে-ও যাবে চলে
কালের অমোঘ খেলা চাতুরীর ছলে
এই প্রপঞ্চময় ধরা বড় সুকঠিন
কালের কাছে আমরা চির দীন হীন
ঈর্ষা অহমে মাতি ভুলে যাই কাল
যেতে হবে পরপারে ছেড়ে মায়াজাল।


সে কোন অচিন লোক, কেউ জানেনা যে
তবু এক আবর্ত মাখা সদা সব কাজে
কে সেই মহাজন কোথা তাঁর নিবাস!
বদ্ধ বুকের পাঁজরে কি সেই করে বাস!
বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তাঁরই বিচরণ
সারা ভূপ মেগে চলে তাঁর শ্রীচরণ।