আমার কথার ফুল
গানের সুরের মালা
ভরিয়ে দিলাম কেঁদে কেঁদে
তোমার পূজার থালা।


নিদ্রাহারা রাতের গান
তোমায় শুনিয়ে জুড়ায় প্রাণ
আর কতকাল বসে বসে
রাখব ধরে ভবের টান?  


নাম না জানা ঘাস ফুল
করেছিল চিত্ত আকুল
ভুলেছিলাম সকল ব্যথা
তুমি কই এলে করে পথ ভুল?  


ঊষাকালে শিশির জলে  
দেখেছিলাম আদিত্য মুখ  
আধো ঘুমে আধো জাগায়
ছিলাম মিলনে উন্মুখ।


সকল ব্যথা ছড়িয়ে দিলাম
ভৈরবী রাগের সুরে সুরে
কুড়িয়ে নিও তুমি প্রভু
আমি যতই থাকি দূরে।