বলে গেল শরতের কাশ
হাস, প্রাণ খুলে হাস...
দুঃখতো থাকবেই বারমাস  
নীলমেঘের ভেলায় ভাস।


বলে গেল ফোটা নীল পদ্ম
কেনরে মনটা এতো বদ্ধ?
সারা বছর বিষয়ে আবদ্ধ!  
প্রাণ কর মিলনে বিশুদ্ধ।


বলে গেল নীল রৌদ্র পাখি
আজীবন প্রেমে দিলি ফাঁকি  
শরৎ এসেছে দেখিস না-কি!
আয়,খুশির জোয়ারে দি উঁকি।


বলে গেল ঢাকির জয় ঢাক
গায়ে শিউলি-সুবাস মাখ...
ডাক,দীন দরিদ্রকে ডাক
চারদিন আনন্দে মেতে থাক...