শারদ প্রাতের ঊষা--
আনছে কি নব আশা?
জাগরণের পাবো দিশা?
মিলিয়ে যাবে কুয়াশা?  


শারদ প্রাতের শিউলি
কেমনে সাজিতে তুলি?
ভুঁইতে ঘুমে ঢুলিঢুলি
যা হয়ে তুই অঞ্জলি।


শারদ প্রাতের গগন
মেঘ নিয়ে সে মগন
লাগল মায়ের বোধন
নেপথ্যে কাররে রোদন?


শরত প্রাতের আলো
যেন দিব্যতায় ঝলোমলো
‘মাতা’ চিরাগ হ’য়ে জ্বলো
ঘুচাও দীন-কুটীরের কালো।