এখন চোখে ব্রহ্ম-নিঁদ এসেছে হাত ধরে কেন টানছ বোকার মতো?
কবিতা লিখব মাঝরাতে তোমার সাথে!
তুমি আমার কে হও একবার বলো তো!
যখন তোমাকে ডেকেছিলাম মাধবীলতার বনে নিদিধ্যাসন কোরব বলে, সাড়া তো পাইনি তোমার!  
তুমি যদি খেয়ালে চলো, সে তো আমারও আছে আরও প্রবল;
একবারও ভেবেছ কে কেন পাঠাল তোমাকে
জগৎ জলসা ঘরে?  


এখন সাগর বালুচরে জানি চন্দ্রিমা উপচে পড়েছে,যাও সাথী খুঁজে নাও একটা,
কি বোলছ! আমাকে চাই!
আমি তাঁর ডাকে, তাঁর সুরে মশগুল;  
ফিরে যাও, ফিরে যাও, এখন মত্ততায় পাগল প্রায় আমি, তুমি কে! যে শুধু ভূপের মাটি আঁকড়ে থাকে, জানেনা পরম প্রেম,
তার সাথে সময় কাটিয়ে দীনতা ছাড়া পাবার আর কিছু নেই---